আইম্যাক প্রো’র উৎপাদন বন্ধ করছে অ্যাপল

৭ মার্চ, ২০২১ ২৩:৫৬  
আপনি যদি জরুরী কোনো কাজে আইম্যাক প্রো কিনতে চান তাহলে সেটি দ্রুতই কেনা উচিত। কারণ অ্যাপল তাদের এই অল-ইন-ওয়ান ওয়ার্কস্টেশনের ইতি টানতে যাচ্ছে। অ্যাপলের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে এনগ্যাজেট। শুধুমাত্র ১০-কোর জিওন কনফিগারেশনের লিমিটেড সংস্করণ কিনতে পারবেন আগ্রহীরা। তবে সেটিও বাজারে শেষ সরবরাহ বিদ্যমান থাকা পর্যন্ত। আগামী তিন থেকে চার সপ্তাহ পর্যন্ত এটির অর্ডার নেয়া হবে। অ্যাপল জানিয়েছে, অধিকাংশ প্রো গ্রাহকরা হাই-এন্ড ২০২০ আইম্যাকে সন্তুষ্ট। এতে রয়েছে এসএসডিএস স্ট্যান্ডার্ড, আধুনিক গ্রাফিক্স সুবিধা, ১২৮ গিগাবাইট পর্যন্ত র‍্যাম ও ন্যানো টেক্সটার ডিসপ্লে। এছাড়া যেসব গ্রাহকের চাহিদা এর থেকেও বেশি তারা ম্যাক প্রো টাওয়ার কিনতে পারবেন। উল্লেখ্য, ২০১৭ সালের শেষের দিকে আইম্যাক প্রো উন্মোচন করা হয়। যারা ছবি ও ভিডিও সম্পাদনার কাজ করেন তাদের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠে ডিভাইসটি। তবে বেইজ স্পেসিফিকেশন থেকে উন্নতি না হওয়ায় ডিভাইসটির ভবিষৎ অনিশ্চিত হয়ে পড়ে। এরই ধারাবাহিকতায় জনপ্রিয় পিসিটির ইতি ঘটতে যাচ্ছে বলে মনে করেন অনেকেই। ডিবিটেক/বিএমটি